আপনার উইন্ডোজ পিসি নিরাপদ কিনা, তা নির্ধারণ করুন ৪টি প্রশ্নের মাধ্যমে। সর্বশেষ কখন আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপডেট করেছেন? উইন্ডোজের ব্যাপারটাই বা কি? যদিও কম্পিউটার আপডেট আপনার কাছে টুকিটাকি কাজ বলে মনে হয়, কিন্তু এটা এমন একটা বিষয় যা বেশীদিন উপেক্ষা করলে কম্পিউটারের ডেটা হারানো বা গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। সমস্যাগুলো এড়ানোর জন্য নিজেকে নিচের বিষয়গুলো প্রশ্ন করুন।
১. আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি কি আপ-টু-ডেট?
কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হবার মূল কারণই হচ্ছে ব্যবহারকারী তার অ্যান্টিভাইরাসটি নিয়মিত আপডেট করেন না। ইন্টারনেট সংযোগ থাকলে অধিকাংশ অ্যান্টিভাইরাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। কিন্তু আপনার অ্যান্টিভাইরাসটি পুরনো ভার্সনের হয়ে থাকলে আপনাকে সেটি ম্যানুয়ালি আপডেট করতে হবে।
২. আপনার উইন্ডোজ কি আপ-টু-ডেট?
উইন্ডোজের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য মাইক্রোসফট নিয়মিত আপডেট প্রকাশ করে। আবার খুব বেশী পরিমাণ সমস্যা আবির্ভূত হলে তাৎক্ষনিকভাবে প্যাচ ফাইল প্রকাশ করে।
মাইক্রাসফট এসব ক্ষেত্রে উইন্ডোজ আপডেট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীকে যেকোন সমস্যা সমাধানের জন্য নতুন প্যাচ ফাইল ডাউনলোডের জন্য সতর্ক করে থাকে। আপনার কম্পিউটারের আপডেট সিস্টেম যদি ম্যানুয়াল সেটিংসে থাকে বা আপনার কম্পিউটার যদি দীর্ঘদিন নতুনভাবে ইনস্টল না করে থাকেন তাহলে আপনার কম্পিউটারকে নিরাপদ রাখতে পারে এমন গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হতে পারেন।
সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে ‘run Windows update’এর মাধ্যমে মাইক্রোসফটের নতুন আপডেটগুলো ডাউনলোড করতে পারেন। তবে পাইরেটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আপডেট করার প্রয়োজন নেই।
৩. আপনি কি অপ্রয়োজনীয় সংযোগগুলো বন্ধ করেছেন?
উইন্ডোজের রয়েছে বিল্ট-ইন ফায়ারওয়াল। আপনি অপ্রয়োজনীয় সংযোগগুলো বন্ধ করার জন্য এটি আদৌ ব্যবহার করেছেন কি? কন্ট্রোল প্যানেল থেকে প্রথমেই আপনাকে দেখতে হবে ফায়ারওয়াল সেটিংস এনাবল আছে কিনা। না থাকলে ‘enable the Windows Firewall’ এর মাধ্যমে অপ্রয়োজনীয় সংযোগগুলো বন্ধ করুন।
৪. আপনার কম্পিউটারে কি কোন স্পাইওয়্যার লুকিয়ে আছে?
আরো একটি মজার বিষয় হচ্ছে উইন্ডোজের জন্য মাইক্রসফট একটি ফ্রি অ্যান্টিভাইরাস রিলিজ করেছে। Microsoft Security Essential শুধুমাত্র আপনার কম্পিউটারকে ভাইরাস থেকেই রক্ষা করেনা, এর পাশাপাশি মেলওয়্যার বা স্পাইওয়্যার’এর মতো ঝুঁকি থেকেও রক্ষা করে।
আপনি কম্পিউটার সুরক্ষার জন্য Security Essential ব্যবহার না করে থাকলে, এটি মাইক্রোসফট থেকে ফ্রি ডাউনলোড করতে পারেন। এছাড়া্ Avast বা AVG’এর মতো কিছু ফ্রি অ্যান্টিভাইরাসও ব্যবহার করতে পারেন।
About.com অবলম্বনে অনুলিখন