ইদানিং তরুনদের মধ্যে যে বিষয়টি খুব বেশী আলোচিত হচ্ছে, তা হচ্ছে আউটসোর্সিং। রাতারাতি বড়লোক হবার বাহারি বিজ্ঞাপনের মাধ্যমে অনেকে প্রতারিতও হচ্ছেন। অনেকে আবার আউটসোর্র্সিং ও অনলাইনে আয় বিষয় দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন।
যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের বা প্রতিষ্ঠানের কাজ ইন-হাউজ না করে বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয় তখন সেটি হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হচ্ছে যখন কোন ব্যক্তি কোন নির্দিষ্ঠ প্রতিষ্ঠানে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তখন তাকে ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে।
বাংলাদেশে আউটসোর্সিং নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা মূলত ফ্রিল্যান্সারদের মাধ্যমে উন্নত বিশ্বের আউটসোর্সিং। এখন অনেক প্রতিষ্ঠানই আউটসোর্সিং সার্ভিস দেয় এবং দিন দিন এর সংখ্যা বাড়ছে। অনেকের মধ্যে ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করে উদ্যোক্তা হবার প্রবণতাও দেখা যাচ্ছে, এটি সত্যিই আশাব্যঞ্জক।
তাহলে আর দেরী কেন? এখনই সিদ্ধান্ত নিন, আপনি আউটসোর্সিং শুরু করছেন কবে থেকে? আর এক্ষেত্রে আপনাকে সফল হতেই হবে, কেননা ওয়েসিস আইটি যে আপনার পাশেই আছে। একটি সুপ্রতিষ্ঠিত কম্পিউটার ট্রেনিং সেন্টার হিসেবে ওয়েসিস আইটি বিপুল সম্ভাবনাময় এই সেক্টরের জন্য আপনাকে যথোপযুক্তভাবে গড়ে তুলতে সক্ষম, ইনশাল্লাহ।