বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরুর দাবি


paypalআউটসোর্সিংয়ের কাজ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের প্রথম শর্ত হচ্ছে যে দেশকে কাজ দিচ্ছে, সেখানে অনলাইনে টাকা বিনিময়ের মাধ্যম হিসেবে পেপলের কার্যক্রম আছে কি না। বাংলাদেশে পেপলের কার্যক্রম না থাকার কারণে সেই প্রতিষ্ঠানগুলো এ দেশে কাজের আগ্রহ দেখায় না। ফলে অনেক ভালো কাজ হাতছাড়া হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব, এ দেশে পেপলের কার্যক্রম শুরু করতে হবে। গতকাল রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ফ্রিল্যান্স সোসাইটি (বিএফএস) আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, এ দেশে আউটসোর্সিংয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাকে সফল করতে দ্রুতগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য একটি নীতিমালা তৈরিরও দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, সারা দেশের বিভিন্ন স্থান থেকে আউটসোর্সিংয়ের কাজ করা হচ্ছে। এখনো এটি কেবল সীমিত আকারে হচ্ছে। প্রচারের মাধ্যমে এটি সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, যাঁরা আউটসোর্সিং করছেন, তাঁদের নানা ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বিশ্বের বাজারে বাংলাদেশের মানোন্নয়নের জন্য ফ্রিল্যান্সারদের ভালো কাজের মান বজায় রাখা ও সময়ের কাজ সময়ে সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশের ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের ওপর বর্তমান একটি সমীক্ষা উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেন। তিনি জানান, বর্তমানে দেশে যে আউটসোর্সিংয়ের কাজ হচ্ছে, তার ৪৮ শতাংশ করছে তরুণেরা। এই কাজে প্রায় ১০ হাজার মানুষ সক্রিয় রয়েছে। এই কাজের সঙ্গে মেয়েরাও যুক্ত হচ্ছে। এ ছাড়া কী ধরনের কাজ করা হচ্ছে, তাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে আইএসপি অ্যাসোসিয়েশেনর সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, এ দেশে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করলে কাজগুলো আরও ভালোভাবে করা যাবে। অ্যাসিসিওর উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী বলেন, এই কাজের সঙ্গে জড়িতদের সব ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফর রহমান, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনসের প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন. মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়্যারম্যান আহসান হাবিব, বাংলাদেশ ফ্রিল্যান্স সোসাইটির আহ্বায়ক মো. সোলাইমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে আইসিটি ক্ষেত্রে অবদান রাখার জন্য কয়েকজন ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়। —মোছাব্বের হোসেন
সূত্র: প্রঘম আলো, ২২-০৮-২০১১


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *