আমাদের দেশী বাবুই পাখির বাসা রীতিমত একটা দর্শণীয় বস্তু। আর কারুকারয খচিত বাসাকেও হার মানিয়েছে ভিনদেশী বাওয়ার বার্ড।বাওয়ার বার্ড দেখতে পাওয়া যায় নিউগিনির জঙ্গলে ও উত্তর অস্ট্রেলিয়ায়। ঘর বানাতে বা ঘর সাজাতে এরা যা করে প্রায় অবিশ্বাস্য। মোট সতেরো রকমের বাওয়ার বার্ডের কথা জানা গেছে। এদরে সবাই কিন্তু ঘর বানায় না। কোনও কোনও পাখি ঘর তৈরীতে পটু, কেউ কেউ নাচের মঞ্চ তৈরীতে ওস্তাদ, আবার কেউ কেউ সুন্দর করে বাগান সাজায়, কেউবা রাস্তা বানানোয় দক্ষ। রঙ বেরঙের পালক এদরে গায়ে। আণেকের মাথায় রঙিন ঝুটি থাকে। ঘর তৈরী বা বা বাগান সাজানোর কাজ করে থাকে পুরুষ পাখিরা। সবচেয়ে ছোট আকৃতির পাখিরা সবচেয়ে বড় আকারের বাসা বানায়।-আম্বরিনা ফেরদৌস
সূত্র: রহস্য পত্রিকা